Posts

Showing posts from May, 2019

বাংলাদেশের ব্যান্ড ইতিহাস ( Bangladesh Band History)

Image
“ব্যান্ড” শব্দটি শুনলে প্রথমেই পাশ্চাত্যের সংগীতের যন্ত্রশিল্পী বা গা নের দলের কথা আগে মনে আসে, যা বিভিন্ন সময়ে কম্বো, পপ গ্রুপ, রক ব্যান্ড বা জ্যাজ ব্যান্ড নামে পরিচিত। আমাদের দেশে এই বিশেষধারার সংগীত যেহেতু ব্যান্ড দ্বারা উপস্থাপিত হয়, সেহেতু এই ধারাকে মোটা দাগে আমরা “ব্যান্ড সংগীত” বলে থাকি। নির্দিষ্ট কোন “জনরা” বা “ধারা” বিবেচনায় থাকেনা। ব্লুজ, জ্যাজ, আর এন্ড বি, পপ, রক, রেগে প্রভৃতিসহ দেশীয় লোকধারার উপাদান এখানে বর্তমান। আমাদের দেশে পাশ্চাত্য সংগীতের ইতিহাস ইউরোপিয়ানদের আগমনের সাথে লেখা শুরু হয়েছিল। ধর্ম প্রচারের জন্য তারা বিভিন্ন জায়গায় মিশনারী স্থাপন করেন। খ্রিষ্টীয় ধর্মের সাথে সংগীত অঙ্গাঙ্গী ভাবে জড়িত বিধায় ধর্ম প্রচারে এই সংগীতের ব্যবহার দেশীয়দের সাথে পরিচিত হবার সুযোগ করে দেয়। পরবর্তীতে এইসব মিশনারী স্কুল কার্যক্রম পরিচালনা শুরু করে এবং অন্যান্য ধর্মানুসারীরাও পাঠ নিতে থাকে। সেইসব মিশনারী স্কুলের শিক্ষার্থীদের ভিতর প্রথম পাশ্চাত্যের সংগীতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। কিছু স্কুলে পাদ্রীরা পাশ্চাত্য যন্ত্র যেমন- পিয়ানো/অর্গান শিক্ষা ও সংগীততত্ত্ব পাঠদান প্রচলন করে। উনবিংশ শতক...